সেবা ডেস্ক: শিক্ষার্থীরা এখন পার্ট টাইম হিসেবে ট্রাফিক নিয়ন্ত্রণে চার ঘণ্টা করে ডিউটি কর’বে, যা পড়াশোনার পাশাপা’শি আয়ের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরি: ৪ ঘণ্টা ডিউটি |
শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণে পার্ট টাইম চাকরির সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে তারা ৪ ঘণ্টা করে ডিউটি পালন করবে বলে জানি’য়ে’ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষ’ণা দেন তিনি।
আসিফ মাহমুদ জানান, প্রাথমিকভাবে ৭০০ জন ছাত্রকে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়ে’ছে এবং ৩০০-৪০০ জন শিক্ষার্থী এই দায়িত্বে কাজ শুরু করবে। রাজধানীর যানজটপূর্ণ এলাকাগুলোতে শিক্ষার্থীরা সকাল ও বিকেলে চার ঘণ্টার ডিউটি কর’বে, কারণ এই সময়’গুলোতে যানজট বেশি থাকে। এছাড়া শিক্ষার্থীদে’র পড়াশোনা শেষ হওয়ার পর তাদের পারফরমেন্স অনুযায়ী স্থায়ীকরণের সম্ভাবনা বিবেচ’না করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে সরকারি অর্থ সাশ্রয় হবে এবং শিক্ষার্থীদের জন্য আয় করার সুযোগ সৃষ্টি হবে। অনেক উন্নত দেশে ছাত্রদে’র সরকারি কাজে এমন অংশগ্রহণে’র উদাহরণ রয়েছে, যা উন্নয়ন ও পরিচালনা’য় সহায়ক।
আসিফ মাহমুদ বলেন, "শিক্ষার্থীদের পার্ট টাইম নিয়োগে’র মাধ্যমে ট্রাফিক পুলিশে নতুন উদ্দীপনা যোগ হবে এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ফলাফল পাওয়া যাবে। শিক্ষার্থীরা এই সুযোগকে পড়াশোনা’র পাশা’পাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনেও কাজে লাগাতে পারবে।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।