সেবা ডেস্ক: রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি ইস্যুতে হঠকারী সিদ্ধান্ত নয়, দ্রুত নির্বাচন দরকার: মির্জা ফখরুল |
রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "এটি সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত। এর জন্য দ্রুত নির্বাচনকেন্দ্রিক সংস্কার প্রয়োজন।"
রোববার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। সেখানে তিনি যুবদলকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
মির্জা ফখরুল আরো বলেন, "আমাদের স্বাধীনতা রক্ষা করতে যেকোনো মূল্যে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।" তিনি যুবদলকে জাতীয় আন্দোলনে প্রথম সারিতে থাকার গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অসুস্থ হলেও তারেক রহমানের নেতৃত্বে দল আরও শক্তিশালী হয়েছে। ছাত্র ও যুবদলকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গণ-অভ্যুত্থান ও ছাত্র জনতার আন্দোলনকে সফল করতে হবে।
রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, "এই ইস্যুতে আমাদের সর্বোচ্চ ফোরামে আলোচনা হবে, এরপর সুনির্দিষ্ট অবস্থান পরিষ্কার করা হবে।" তিনি বলেন, যত দ্রুত সম্ভব একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এ সময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে বিএনপির নেতৃবৃন্দ ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।