সেবা ডেস্ক: নির্বাচন কমিশন ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে আগামী ৪৮ ঘণ্টা জাতীয় পরিচয়পত্র সেবা বন্ধ থাকবে। এনআইডি সংক্রান্ত সকল ধরনের সেবা বন্ধ থাকবে।
এনআইডি সেবা ৪৮ ঘণ্টা বন্ধ: রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে জনসাধারণের বিভিন্ন সেবা ব্যাহত |
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্বাচন কমিশন ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সময়কালে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), সিটিজেন পোর্টাল, প্রবাসী নাগরিক নিবন্ধন এবং কল সেন্টার (তথ্য সেবা) সহ এনআইডি সংক্রান্ত সকল ধরনের সেবা বন্ধ থাকবে। ফলে সাধারণ জনগণকে এনআইডি সংক্রান্ত কোনো ধরনের কাজ করতে হলে ১৯ অক্টোবর সন্ধ্যার পর অপেক্ষা করতে হবে।
তবে, ইসির সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে সেবা পেতে পারে বলে জানা গেছে।
এনআইডি সেবা বন্ধের ফলে জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। অনেকেই এনআইডি সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ইসির অফিসে যাওয়ার পর ফিরে যেতে বাধ্য হবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।