সেবা ডেস্ক: জাতি গঠনের সুযোগ কাজে লাগাতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদে বক্তব্য রাখেন তিনি।
জাতি গঠনের সুযোগকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে: প্রধান উপদেষ্টা |
জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "এই সুযোগটি যদি নষ্ট হয়, তবে আমাদের দেশ অনেক পিছিয়ে পড়বে।" ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সকালে এই অনুষ্ঠানের মাধ্যমে নৌ ও বিমান বাহিনীর পর্ষদ গঠিত হয়। এ সময় ড. ইউনূস বলেন, জাতির অগ্রযাত্রায় নৌ ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, অতীতে যেভাবে জনগণ সহযোগিতা পেয়েছে, আগামীতেও যেন সেই সহযোগিতা অব্যাহত থাকে। এ জন্য এবারের পরিচালনা পর্ষদকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানান তিনি।
ড. ইউনূস উল্লেখ করেন, "ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এই অর্জনকে ধরে রেখে জাতি গঠনের পথে অগ্রসর হতে হবে।" তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিভেদ ভুলে দেশের উন্নয়নে সমবেত প্রচেষ্টা চালাতে হবে।
এদিকে সেনা কর্মকর্তারা জানান, এই নির্বাচনী পর্ষদ গঠনের মাধ্যমে আগামী প্রজন্মের সঠিক নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করা হবে। এই উদ্যোগ দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে আরো দৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।