সেবা ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
মালয়েশিয়ায় আটক ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু |
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পুলিশের হেডকোয়ার্টারে তার নামে থাকা অভিযোগের ভিত্তিতে তাকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয় এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তদন্তের স্বার্থে এ নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে শুক্রবার সকালে মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেশ ছাড়ার ঘোষণা দিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলেন এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। এছাড়া একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রামে অংশগ্রহণের কথাও জানান।
মিজানুর রহমান আজহারী আরও জানান, মাস খানেক পর আবারও দেশে ফিরে প্রোগ্রাম করার ইচ্ছা প্রকাশ করেন। তবে সব কিছুই নির্ভর করছে অনুকূল পরিবেশ এবং পরিস্থিতির ওপর।
আজহারী দীর্ঘ সাড়ে চার বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন। তবে, কয়েকদিনের মাথায় আবারও দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।