জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নলছিয়া এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ অক্টোবর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে । বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু কাগজ পত্র পুড়ে ছায় হয়ে যায় ৷ পরে স্থানীয়রা আগুন দেখে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন৷ তবে বিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি এম বাবুল।
তিনি জানান, হঠাৎ শনিবার রাতে আমাকে একজন কল দিয়ে জানিয়েছে কে বা কারা যেন বিদ্যালয়ের টিনসেট অফিসের কক্ষে প্রবেশ করে আলমারি তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজ পত্র আগুন ধরিয়ে দিয়েছে৷ সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা কারীদের আইনের আওতায় নিয়ে আনার দাবী জানাচ্ছি৷
অভিভাবকরা জানান, রাত ১০ টার সময় দুর্বৃত্তরা এসে ওই বিদ্যালয়ের টিনসেট অফিস কক্ষের আলমারি ভেঙ্গে কাগজপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা কক্ষের ভেতর ধোয়া উড়তে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনা যারাই করুক না কেন, আইনের আওতায় নিয়ে আনার জোর দাবী জানাই।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমীনকে মুঠোফোনে কল দেওয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷
কথা হলে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম এ প্রতিবেদক মাসুদুর রহমানকে দুপুর ১২ টা ৩৩ মিনিটে মুঠোফোনে জানান, বিল্ডিং এর পাশে টিনসেট কক্ষে কে বা কারা যেন আগুন ধরিয়ে দিয়েছিল। আমি সংবাদ পেয়েই তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো লিখিত অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।