আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রবিবার দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির আয়োজন করে।
জেলা যুবদলের আহবায়ক মো: সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে আলোচনা সভায় ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ ডক্টরস এসোসিয়েশন (ড্যাব) জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মুহাম্মদ তারিকুল ইসলাম রনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশছাড়া করেছি, কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করারা অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। এখন আমাদের লক্ষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করে গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করা। পরে দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান করেন দলীয় নেতাকর্মীরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।