সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মঞ্জুকে আটক করেছে পুলিশ।
তাকে বকশীগঞ্জ রেজিস্ট্রি অফিস মোড় এলাকা থেকে মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে গত ২ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি নাশকতা মামলা রুজু হয়। জাহিদুল ইসলাম মঞ্জু ওই মামলায় নামীয় আসামী। তার বিরুদ্ধে মামলা তদন্তাধীন থাকলেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াতেন। তার আটকের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, জাহিদুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে চলমান নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
জাহিদুল ইসলাম মঞ্জু স্থানীয় যুবলীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত এবং মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।