জামালপুরে পাওয়ার প্ল্যান্টে ডাকাতি নাকি ডাকাতির নাটক

Seba Hot News : সেবা হট নিউজ
0

মাসুদুর রহমান: জামালপুরে সিকদার গ্রুপের মতিয়ার পাওয়ার প্যাক কোম্পানীর ১০০ মেগওয়াট বিদ্যুৎ কেন্দ্রে (পাওয়ার প্লান্ট) সর্বোচ্চ নিরাপত্তা থাকার পরেও জামালপুরে পাওয়ার প্ল্যান্টে ডাকাতির ঘটনায় জনমনে নানা ক্ষোভ শুরু হয়েছে৷ 

জামালপুরে পাওয়ার প্ল্যান্টে ডাকাতি নাকি ডাকাতির নাটক



জেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা ও নানা সমালোচনা। ডাকাতি নাকি ডাকাতির নাটক সাজানো হয়েছে এ বিষয়ে সঠিক তদন্তের দাবী জানিয়েছে জেলার সচেতন মহল।  তবে গভীরভাবে তদন্ত করে খুব দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করা হবে বলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আতিক  জানান।  

জানা যায়, সিকদার গ্রুপ পারিবারিক মালিকানাধীন  ব্যবসায়িক গোষ্ঠী। ১৯৫০ এর দশকের গোড়ার দিকে সিকদার গ্রুপ প্রতিষ্ঠা করেন জয়নুল হক সিকদার। ২০২১ সালে জয়নুল হক সিকদারের মৃত্যুর পর এই গ্রুপের পরিচালক হন তার ছেলে রিক হক সিকদার ও রন হক সিকদার । জামালপুরে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্র পাওয়ার প্যাক মতিয়ারায় ২০১৬ সালের ২৭ নভেম্বর বিদ্যুৎ উৎপাদন শুরু করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১ মার্চ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি উদ্বোধন করেন। জ্বালানি সংকটে গত ২০২২ সালে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ থাকলেও পাওয়ার প্লানটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই জোড়ালো। পাকা দেয়াল, কাঁটাতারের বেড়া, সিসিটিভি ক্যামেরা ও ২২ জন নিরাপত্তাকর্মীর কড়া পাহারা থাকতো সর্বদা।

খোজ নিয়ে দেখা গেছে , পাওয়ার প্লান্ট এলাকায় প্রবেশ করতে প্রথম ধাপে পকেট গেটে আনসার সদস্যদের কাছে নিজের পরিচয় প্রদান করতে হয়।এরপর আনসার সদস্যরা প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে।

তারপর আগত ব্যক্তির পরিচয় পাওয়ার পর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাকে সনাক্ত করার পর কর্মকর্তারা ওই ব্যক্তিকে তাদের সংরক্ষিত এলাকায় প্রবেশের অনুমতি দেন। অনুমতি পেয়ে আগত ব্যক্তি তার নাম ঠিকানাসহ যাবতীয় পরিতিচি খাতায় লিপিবদ্ধ করে গেটের ভিতরে প্রবেশ করেন। এরপর আগত ব্যক্তির গতিবিধি ২৭ টি সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট বিভাগ।

খোজ নিয়ে জানা যায়, জামালপুর পৌরসভার শাহপুরে অবস্থিত শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মতিয়ারা পাওয়ার প্ল্যান্টে বুধবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর প্ল্যান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকেও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রেখে রাতভর লুটপাট চালায় ডাকাতরা। প্ল্যান্টের ভেতরে থাকা কয়েকটি কনটেইনার থেকে মূল্যবান কেবল ও অন্যান্য যন্ত্রাংশ, সিসি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা।  তবে সর্বোচ্চ নিরাপত্তা থাকার পরেও পাওয়ার প্ল্যান্টে এমন ডাকাতির ঘটনায় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দেখা দিয়েছে । জেলার সচেতন মহল মনে করেন, এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কয়েকস্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে সন্ধ্যা থেকেই ডাকাতি অনেকটা রুপকার গল্পের মতো। জামালপুর-শেরপুর মহাসড়ক সংলগ্ন এমন জায়গায় কি করে ডাকতরা গেট দিয়ে প্রবেশ করলো? শুধু তাই নয়, আধুনিক এ যুগে ২২ জন নিরাপত্তা কর্মীর কেউ তাদের কর্মকর্তা কিংবা পুলিশের সাথে যোগাযোগ  করেনি কেন? ডাকাত বের হয়ে এতো কোটি কোটি টাকার মালামাল নিয়ে গেল কিভাবে?  এমন প্রশ্নের উত্তরে এই দুর্ধষ ডাকাতির সাথে ওই প্রতিষ্ঠানের কারো সংশ্লিষ্টতা কিংবা গভীর চক্রান্তের গন্ধ চলে আসে। আসলে এটা ডাকাতি  নাকি ডাকাতির ঘটনা সাঁজিয়ে কর্মকর্তারা অর্থ আত্মসাৎ এবং পায়তারা করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করার পায়তারার জন্য এমন ঘটনা সাজিয়েছেন কিনা এরও সঠিক তদন্তের দাবী জানিয়েছে সচেতন মহল  ৷ এ ডাকাতির সাথে প্রতিষ্ঠানের কেউ জড়িত রয়েছে কিনা বিষয়টির সঠিক তদন্তের দাবী জানান সচেতন মহল।

বৃহস্পতিবার (৩ অক্টোবর)  দুপুর ১২:২০ মিনিটে  প্ল্যান্টের ম্যানেজার আলমগীর হোসেন মুঠোফোনে  জানান, পুলিশ তদন্ত করছে৷ মামলা থাকায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন বক্তব্য দেওয়া যাবে না বলে এডিয়ে যান তিনি ৷ 

পরবর্তীতে এই ডাকাতির বিষয়ে  মতিয়ার পাওয়ার প্যাকের কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কর্তৃপক্ষ প্রতিবেদককে অনুমতি না দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

তবে ডাকাতির বিষয় নিয়ে প্ল্যান্টের ম্যানেজার  (প্রশাসন) মো: রফিকুল ইসলাম বৃহস্পতিবার এ প্রতিবেদককে জানান, গত ৫ সেপ্টেম্বর পাওয়ার প্লান্টে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল ডাকাত প্রবেশ করে। অস্ত্রের মুখে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর প্লান্টের ভেতরে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রাখে ভাংচুর এবং কোটি কোটি টাকার নতুন নতুন কেবল সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নামাযের সময় চলে যায় । বিষয়টির সংবাদ পেয়েই সাড়ে ৫ টায় আমরা পুলিশকে অবগত করেছি। ডাকাত প্রবেশের সময় কেউ প্রতিরোধ করল না এবং কেউ আহত হলো না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আনসার সদস্যরা। আনসার সদস্যদের অস্ত্র ও পোশাক জাতীয় সমস্যার কারণে জমা থাকায় সেদিন আনসাররা সিভিলে নিরাপত্তায় ছিলো। কয়েকজন আহত হয়েছে বলেও তিনি জানান। 

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আতিক জানান, ইতিমধ্যে কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। আরো গভীরভাবে তদন্ত করে খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। 

এ বিষয়ে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম  জানান, ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং সেই মামলার তদন্ত অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে এ ডাকাতির সাথে জেলা এবং জেলার বাইরের ডাকাত চক্রের হাত রয়েছে। তবে যে বা যারাই এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকুক প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top