সেবা ডেস্ক: জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। নতুন আইনি লড়াইয়ের পথ উন্মুক্ত।
জামায়াতের আপিল পুনরুজ্জীবিত, নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই |
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নতুন আইনি সুযোগ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেন। এর ফলে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আইনি লড়াইয়ের পথ আবারও খুলে গেল।
গত ১ সেপ্টেম্বর আপিল পুনরুজ্জীবিত করার আবেদন শুনানির দিন ধার্য করা হয়েছিল। জামায়াতের নিবন্ধন বাতিলের রায় হাইকোর্ট দিয়েছিল ২০১৩ সালের ১ আগস্ট, যা ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করে। এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও জামায়াতের মূল আইনজীবী অনুপস্থিত থাকায় আপিলটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে খারিজ করা হয়। এর ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে এবং জামায়াতের নিবন্ধন অবৈধ থাকে।
অন্যদিকে, ২০১৩ সালের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনার সরকার জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট জামায়াত ও ছাত্রশিবিরের নিষেধাজ্ঞা বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।