লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা।
২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা দ্বারা নৃশংস ভাবে লগি-বৈঠার তান্ডবে নিহতদের স্মরণে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে (২৮ অক্টোবর) বিক্ষোভ মিছিলটি পৌর শহরের আশরাফুল উলুম মাদরাসা মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে থানা মোড় বটতলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জামালপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মোঃ খলিলুর রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা খন্দকার লিয়াকত, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আহসানুল্লাহ সহ জামায়াতে ইসলামীর অঙ্গ ও সংগঠনের কর্মীগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ডাক বাংলো মাঠে প্রজেক্টরের মাধ্যমে লগি বৈঠার তান্ডবের ভিডিও ফুটেজ প্রদর্শনী করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।