সেবা ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলাম মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
জামায়াতে ইসলাম মওদুদীর ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, মদিনার নয়: মুহিব্বুল্লাহ বাবুনগরী |
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী সম্প্রতি বলেছেন, জামায়াতে ইসলাম মদিনার আদর্শিক ইসলামের চর্চা নয় বরং মওদুদীর প্রতিষ্ঠিত মতাদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তিনি মাওলানা হোসাইন আহমদ মাদানীর উদ্ধৃতি দিয়ে বলেন, জামায়াতে ইসলাম ইসলামের জন্য কাদিয়ানী সম্প্রদায়ের চেয়েও বেশি ক্ষতিকর।
শুক্রবার ফেনী মিজান ময়দানে হেফাজতে ইসলাম ফেনী জেলা শাখার আয়োজনে "শানে রিসালাত সম্মেলনে" প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হেফাজতে ইসলামের মূল লক্ষ্য হলো ইসলামের সংরক্ষণ। তিনি মুসলমানদেরকে ভ্রান্ত আক্বিদার দলসমূহের বিরোধিতা এবং ইসলামকে আঁকড়ে ধরার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠিত হলেও তাদের কর্মকাণ্ড মওদুদীর ইসলামের প্রচার-প্রসারে সীমাবদ্ধ। মদিনার ইসলামের আদর্শ তারা ধারণ করে না।
সম্মেলনে অন্যান্য আলেমদের বক্তব্য এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং শীর্ষস্থানীয় আলেমরা, যার মধ্যে আল্লামা মামুনুল হক, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আজিজুল হক ইসলামবাদী, মাওলানা নূর হোসাইন নূরানি প্রমুখ ছিলেন। সম্মেলনে হাজারো জনতা ‘নয়ারে তাকবীর’ স্লোগানের মাধ্যমে তাদের বক্তব্যকে সমর্থন জানায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।