লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কশিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌহিদুর রহমান। তিনি উপজেলায় মাদক নিয়ন্ত্রন,বাল্যবিয়ে, ইভটিজিং, দ্রবমূল্য নিয়ন্ত্রন, মাদকমুক্ত সুখী সমৃদ্ধ উপজেলা গড়তে সকলের সহযোগীতা কামনা করেন।
বিশেষ অতিথি ছিলেন সেনা বাহিনীর ক্যাপ্টেন আসিফ, অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: মাজহারুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা রহুল আমিন, উপজেলা জামাত আমীর আমজাদ হোসেন।
এছাড়াও চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ মাষ্টার, আব্দুস সালাম, আব্দুল মালেক,শহিদুল্লাহ সরকার, ইফতেখার আলম বাবলু, রুমান হাসান,আনিসুর রহমান, আব্দুর রহিম বাদশা, শাহ আলম মন্ডল, মোস্তাফিজুর কমল সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।