সেবা ডেস্ক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ, যা আগস্ট মাসে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ।
খাদ্য ও খাদ্য বহির্ভূত খাত:
সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৪০ শতাংশ, যা আগের মাসে ছিল ১১ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ, যা আগস্টে ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।
মূল্যস্ফীতির সারণি:
বিবিএস জানায়, ন্যাশনাল একাউন্টিং উইংয়ের আওতায় প্রতি মাসে বিভিন্ন প্রকার দ্রব্য ও সেবার মূল্য সংগ্রহ করে ভোক্তা মূল্য সূচক এবং মূল্যস্ফীতির হার নির্ধারণ করা হয়। এই তথ্য ভিত্তি সূচক ২০২১-২২ (১০০) অনুযায়ী প্রকাশ করা হয়েছে।
আগের বছরের তুলনা:
২০২৩ সালের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। সেই তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে কিছুটা বৃদ্ধি হলেও, খাদ্য বহির্ভূত খাতে এ বছর মূল্যস্ফীতি তুলনামূলক বেশি হয়েছে, যা ২০২৩ সালে ছিল ৭ দশমিক ৮২ শতাংশ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।