সেবা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর আস্থার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার প্রশংসা করে প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্ষদের উদ্বোধনকালে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, সেনাবাহিনী জনগণের নিকট আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং ভবিষ্যতেও তারা এই দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, চীফ অব জেনারেল স্টাফ এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। শত কর্মব্যস্ততার মাঝেও নির্বাচনী পর্ষদ উদ্বোধন করতে আসায় সেনাবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রতিরক্ষা সচিবও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।