বকশীগঞ্জে নারী চিকিৎসককে মারধর: ৮ জনের বিরুদ্ধে মামলা

Seba Hot News : সেবা হট নিউজ
0

হারুন উর রশিদ: বকশীগঞ্জে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সাবে’ক কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের, পুলিশ অভিযানে নেমেছে।

বকশীগঞ্জে নারী চিকিৎসককে মারধর ৮ জনের বিরুদ্ধে মামলা
বকশীগঞ্জে নারী চিকিৎসককে মারধরের ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর সহ ৮ জনের নামে মামলা!


জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চিকিৎসকের অবহেলায় রজব আলী (৪৫) নামে এক রিকশা চালকে’র মৃত্যুর অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওকে মারধরে’র ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবা’র রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় বকশীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামসহ ৮ জনকে নামীয় ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। মামলা’র পর চিকিৎসকের ওপর হামলার ঘটনা’য় পৌর শহরের সীমার এলাকার আ: আলীমের ছেলে খোকন মিয়াকে (৩৫) গ্রেপ্তা’র করে পুলিশ।

জানা যায়, সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টার দিকে বুকে ব্যাথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন রিকশা চালক পৌর এলাকা’র ৭ নম্বর ওয়ার্ডের চরকাউরিয়া সীমারপা’ড় গ্রামের বাসু মিয়ার ছেলে রজব আলী। কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রজব আলীর স্বজন ও স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে হাসপাতা’লে আরএমও ডা. আসমা লাবনীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং তাকে মারধর করেন।

একজন নারী চিকিৎসককে মারধরে’র ঘটনায় হাসপাতালের সকল চিকিৎ’সক, নার্স ও কর্মচারীরা বিচারের দাবিতে ফুঁসে উঠে। তারা এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল থেকে অর্নিদিষ্টকালের কর্মবির’তি শুরু করেন। কর্মবিরতি’র ফলে হাসপাতালের চিকিৎসা সেবা সহ সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে হাসপাতা’লে ভর্তিরত রোগী ও সেবা নিতে আসা রোগীদের ভোগান্তির শিকার হতে হয়।

এ পরিস্থিতিতে বিকাল সাড়ে ৪ টার দিকে জনদুর্ভোগের কথা চিন্তা করে সেবা’দান কার্যক্রম পুনরায় চালু করেন হাসপাতালে’র সকল স্টাফ। যদিও তারা কর্মবিরতি প্রত্যাহার করলেও আইন’গত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ঘোষণা দেন স্বাস্থ্য বিভাগে’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরে মঙ্গলবার রাতেই চিকিৎসককে মারধরে’র ঘটনায় ৮ জনকে নামীয় ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা’র বাদী ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, "কর্মস্থলে আমাদের নিরাপত্তা জোরদা’র করা এবং জড়িতদের দ্রæত গ্রেপ্তার করতে আমরা আইনে’র আশ্রয় নিয়েছি।"

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। ইতো’মধ্যে একজন’কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামী’দের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হাসপাতালে’র নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top