সেবা ডেস্ক: নির্বাচনে জয়ী হলে বিদেশি যুদ্ধে আর সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রতিশ্রুতি, দেশের স্বার্থ রক্ষায় ইউক্রেন ও গাজা পরিস্থিতির সমাধান করবেন।
ক্ষমতায় গেলে বিদেশে যুদ্ধ করবেন না, শান্তিপূর্ণ আমেরিকা গড়ার প্রতিশ্রুতি ট্রাম্পের |
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের জয়ী হলে মার্কিন যুক্তরাষ্ট্র আর কোনো বিদেশি যুদ্ধে অংশ নেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, "আমাদের সেনাদের বিদেশি মাটিতে আর প্রাণ হারাতে হবে না।" তিনি মধ্যপ্রাচ্যের সংঘাত ও ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান করে মার্কিন জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন।
ট্রাম্পের দাবি, বাইডেন প্রশাসনের নেতৃত্বে আন্তর্জাতিক সংকট বাড়ছে, যা মার্কিন জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। বিশেষ করে ইউক্রেন ও গাজা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জড়ানো মার্কিন অর্থনীতি ও জনগণের জন্য বিপজ্জনক। ট্রাম্প বলেন, "আমাদের ছেলে-মেয়েরা এমন সব দেশে যুদ্ধ করছে যেখানে তাদের অস্তিত্বই জরুরি নয়। আমি ক্ষমতায় এলে এমন পরিস্থিতি পাল্টে যাবে।"
নির্বাচনী সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি মার্কিন সেনাদের কোনো অনর্থক যুদ্ধের মাঠে পাঠাব না। আমাদের সন্তানরা আমেরিকার মাটিতে থাকবে, পরিবারের সঙ্গেই থাকবে।" ট্রাম্পের এই প্রতিশ্রুতিতে ব্যাপক সমর্থন জানায় উপস্থিত জনতা।
আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। ক্ষমতায় এলে ট্রাম্পের নীতিগত পরিবর্তনের পরিকল্পনা, আন্তর্জাতিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসা এবং শান্তিপূর্ণ বৈদেশিক নীতির জন্যই তিনি বিশেষভাবে জোর দিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।