সেবা ডেস্ক: ঢাকায় জাতিসংঘ অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদেশি আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়।
ঢাকায় জাতিসংঘ অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন |
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে ও বিদেশি শক্তির অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে’র সামনে খেলাফত আন্দোলন, ঢাকা মহানগরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ৩০-৩৫ জন নেতা-কর্মী অংশগ্রহ’ণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করে’ন ঢাকা মহানগরের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনে’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। অন্যান্য বক্তাদে’র মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান এবং মহানগর সেক্রেটারি মুফতি মুফাসসির হোসেন।
বক্তারা বলেন, "ইসলামের স্বার্থে জাতিসংঘের যেকোনো পদক্ষেপ এদেশের মানুষের দ্বারা প্রতিরো’ধ করা হবে। জাতিসংঘের মানবাধিকার লংঘন ফিলিস্তিনে চলমান থাকলেও সেখানে তেমন কোনো কার্যকর ভূমিকা নেই। আমাদের দেশে জাতিসংঘের কোনো মানবাধিকা’র অফিস স্থাপন করতে দেওয়া হবে না।"
আন্দোলনকারী’রা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, "যদি জাতিসংঘের মানবাধিকার অফিস চালু করা হয়, তবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে সরকারে’র বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।