হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত সূচনা বেগম (২৫) এই গ্রামের খান পাড়ার বাসিন্দা আলমাছ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর আগে আলমাছ মিয়ার সাথে বিয়ে হয় সূচনার। তাদের আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে। শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে সূচনা নিজ ঘরে গিয়ে গলায় শাড়ি পেঁচিয়ে ফাঁস দেন। তার আড়াই বছরের পুত্র সন্তানের কান্নাকাটি শুনে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সূচনা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত করতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।