সেবা ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক মুখ্য সচিবকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ জামালপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে বলে জানা গেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।