হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে নদী ভাঙনের শিকার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংঠগনের উদ্যোগে সাধুরপাড়া ইউনিয়নের কুতবের চর ও বাঙ্গলপাড়া গ্রামের ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, সয়াবিন তেল, লবন, মুড়ি, পেঁয়াজ ও আটা) বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় কুতুবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, ইউপি সদস্য শেখ ফরিদ, শিক্ষক মোহাম্মদ আলী, আলামিন আল হোসাইন , সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, ছাত্র সংগঠনের প্রতিনিধি সাদ্দাম হোসেন, কামরুল হাসান, ইব্রাহিম মিয়া, জয়দেব বিশ^াস জয় সহ বকশীগঞ্জ সুশীল সমাজ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কুতুবেরচর ও বাঙ্গাল পাড়া গ্রামে জিঞ্জিরাম নদীর ভাঙনের শিকার পরিবার গুলোর পাশে দাঁড়ানোই স্থানীয় এলাকাবাসী ছাত্র সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।