জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সদস্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি)’র গবেষক শিক্ষার্থী এসএম আল ফাহাদের বিদায় সংবর্ধনা ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর আয়োজন করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব একেএম এহছানুল হক মঞ্জু এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন-এমআরইউএ’র সভাপতি-ইত্তেফাক/নিউ নেশনের সংবাদদাতা শাহ জামাল।
প্রধান আলোচক ছিলেন-সাবেক মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-আন্তর্জাতিক বিজ্ঞানী ড. ইঞ্জিনিয়ার জগদীশ সাহা, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহন তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক মোত্তালিব মোল্লা (ডেইলি আর্থ), তালুকদার আলমগীর আহম্মেদ শাহজাহান (সংবাদ সারাবেলা), এমআরইউএ’র সহসভাপতি ফজলুল করিম (খবরপত্র), সাধারণ সম্পাদক শেখ ফরিদ, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির মাসুদ, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকিব আল হাসান নয়ন (ভোরের কাগজ/মিরর), রকিবুল ইসলাম নয়ন (কালেরকণ্ঠ), হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপার. ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, সংবর্ধিত আল ফাহাদ, বশেফমুবিপ্রবি’র সাংবাদিক সমিতির সহসভাপতি মিরাজ হাসান (চ্যানেল ২৪) এবং সদস্য মুসলেম ইবনে রবি (বার্তাবাজার) প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।