সেবা ডেস্ক: সেনাবাহিনীর লোগো অবৈধভাবে ব্যবহার করে একটি ভুয়া প্রেস রিলিজ ছড়ানোর ঘটনায় জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই রিলিজটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক প্যাজে।
সেনাবাহিনীর অফিসিয়ার ফেসবুক প্যাজে বলা হয়েছে, একটি কুচক্রী মহল সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই ধরনের কুৎসিত প্রচারণা চালাচ্ছে। তারা জনসাধারণকে কোন ধরনের গুজবে বিশ্বাস না করার জন্য অনুরোধ করেছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভুয়া প্রেস রিলিজটিতে সেনাবাহিনীর নামে বিভিন্ন মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। এ ধরনের কুৎসিত প্রচারণা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চক্রান্ত।
সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকে। কোনো ধরনের অসত্য তথ্য ছড়ানোর মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা ব্যর্থ হবে বলে সেনাবাহিনী বিশ্বাস করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।