সেবা ডেস্ক: গণঅধিকার পরিষদ সভাপতি ভিপি নুরুল হক নুর তার নিজ এলাকা পটুয়াখালী-৩ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। গলাচিপায় গণসংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
ভিপি নুরের নির্বাচনী যাত্রা: পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা |
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর গলাচিপায় গণসংবর্ধনা অনুষ্ঠানে নুর এ ঘোষণা দেন। এই গণসংবর্ধনার আয়োজন করেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ নেতাকর্মীরা।
ভিপি নুরের নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা
নুরুল হক নুর বলেন, "মা-মাটির টানে" তিনি তার জন্মস্থান পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করতে চান। তিনি আরো জানান, দেশের রাজনৈতিক পরিসরে সংহতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে নতুন নেতৃত্ব ও নতুন রাজনৈতিক ধারা প্রয়োজন। তার মতে, "পুরোনো নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না।"
নুর বলেন, "একক দলীয় সরকার যেন ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে সে জন্য দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ ও সংখ্যানুপাতিক নির্বাচনসহ সংসদের মেয়াদ চার বছর করার প্রস্তাব করেছি।"
নুর উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পুনর্গঠনে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আগামীতে গণতন্ত্রকে সুসংহত করতে এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে তার মতো নতুন প্রজন্মের প্রতিনিধিদের প্রয়োজন।
গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এই গণসংবর্ধনা অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ-আলম, এবং জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহমানসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই নুরের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।