ট্রাম্পের বক্তব্য: আমি নাৎসি নই, বরং নাৎসির বিপক্ষে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প নিজেকে নাৎসি হিসেবে অভিহিত করা প্রসঙ্গে সরব হয়েছেন। জেনে নিন কেন তিনি কমলা হ্যারিস ও তাঁর প্রাক্তন চিফ অব স্টাফ জন কেলির সমালোচনার জবাব দিলেন।

ট্রাম্পের বক্তব্য আমি নাৎসি নই, বরং নাৎসির বিপক্ষে


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘নাৎসি’ নন বলে উল্লেখ করেছেন। সম্প্রতি ট্রাম্পের এক প্রাক্তন চিফ অব স্টাফ জন কেলি তাঁকে ফ্যাসিবাদী বলে সমালোচনা করেন এবং তাঁর আচরণকে স্বৈরাচারী বলে আখ্যা দেন। এছাড়াও, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রচার শিবির থেকেও ট্রাম্পকে স্বৈরাচারী নেতা বলে আক্রমণ করা হচ্ছে, যা নিয়ে এখন ট্রাম্প ও তাঁর সমর্থকরা সরব হয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি নাৎসি নই, বরং নাৎসির বিরোধী।’ এছাড়া আটলান্টার এক সমাবেশে কমলাকে ‘বিদ্বেষী’ বলে উল্লেখ করে তাঁকে ‘ভালো মানুষ নয়’ বলেও আক্রমণ করেন ট্রাম্প। তিনি উপস্থিত জনতাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এবং বলেন, ‘৫ নভেম্বর আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং কমলাকে পরাজিত করতে আমাদের সাহায্য করুন।’

এদিকে, জন কেলি দাবি করেছেন, ট্রাম্প একবার তাঁকে বলেছিলেন, ‘হিটলার কিছু ভালো কাজও করেছেন’। তিনি আরও বলেন, ট্রাম্প হিটলারের মতো জেনারেল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে দেখতে চান। কেলি ট্রাম্পের চিফ অব স্টাফ হিসেবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে বলে জনমত জরিপ আভাস দিচ্ছে। এ অবস্থায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগাম ভোটের সংখ্যা ইতোমধ্যে ৪ কোটি ৭০ লাখে পৌঁছেছে, যার মধ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও ভোট প্রদান করেছেন

কমলা হ্যারিস মিশিগানে তিনটি সমাবেশ করেছেন এবং আগামী সপ্তাহে আরও কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে তাঁর সমাবেশ হবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের মতো তিনিও দোদুল্যমান ভোটারদের দলে টানতে সচেষ্ট হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top