হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুজ্জামান গামার সঞ্চালনায় এবং পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় পৌর যুগ্ন বিএনপির নজরুল ইসলাম, পৌর বিএনপির শাহজাহান পারভেজ শাহীন, যুগ্ন আহবায়ক আলী আকবর , যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক বেলাল হোসেন, পৌর যুব দলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, পৌর ছাত্রদলের আহবাক মামুন সহ পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহযোগিতা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় নেতা কর্মীদের সর্তক থাকা সহ পৌর বিএনপির ৯ টি ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম জোড়দার করা ও গংগঠকে শক্তিশালী করতে ওই মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।