সেবা ডেস্ক: জাতীয় প্রেসক্লাবে বক্তব্যে বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক বলেন, নির্বাচিত সংসদেই রাষ্ট্রপতি নির্ধারণের ফয়সালা হবে।
নির্বাচিত সংসদে রাষ্ট্রপতি নির্ধারণের দাবি: জয়নুল আবদীন ফারুকের বক্তব্য |
জাতীয় প্রেসক্লাবের সাম’নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতীকী অবস্থান কর্মসূচি’তে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, গণঅভ্যুত্থানে অর্জিত ক্ষমতা’র প্রতি সম্মান রেখে দেশে নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করা প্রয়োজন। তার বক্তব্যে উঠে আসে, নির্বাচিত সংসদই দেশের রাষ্ট্রপতি নির্বাচন করবে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফারুকের বক্তব্যের মূল সুর ছিলো, দেশের নির্বাচনী ব্যবস্থা ও সংবিধানের পুনর্গঠন।
ফারুক বলেন, “শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থা ও সংবিধানকে ধ্বংস করেছেন।” তার দাবী, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এছাড়া’ও তিনি তারেক রহমানের নির্দেশে সজাগ থাকার আহ্বান জানান এবং আওয়ামী’ লীগ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বলেন।
তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টার ড. ইউনূসের গতকালের বক্তব্যে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতিতে কোনো জায়গা নাই, তাকে সাধুবাদ জানা’ই।" একই সঙ্গে ৭ নভেম্বর বিপ্লব দিবসে সরকারি ছুটি ঘোষণা করার দাবি জানা’ন তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।