হারুন উর রশিদ : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগে রজব আলী (৩৮) নামে এক রোগীর মৃত্যু হয়। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রজব আলী পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড়ের বাসিন্দা ছিলেন এবং মৃত বাসু মিয়ার ছেলে।
জানা যায়, বুকের ব্যথা নিয়ে রজব আলী বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, চিকিৎসকদের অবহেলার কারণে রজব আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা ডাক্তার ও নার্সদের মারধর করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, "যদি ডাক্তারের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়ে থাকে, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।