সেবা ডেস্ক: ফরিদপুরে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে বিক্ষোভে উত্তাল জনতার মধ্যে সেনা হেফাজতে নেয়া হয় এক কলেজ শিক্ষার্থীকে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে কলেজ শিক্ষার্থী সেনা হেফাজতে |
ফরিদপুরের বোয়ালমারীতে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ এনে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে বোয়ালমারী কাদিরদী ডিগ্রি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় শিক্ষার্থীকে সেনা হেফাজতে নেওয়া হয়।
এর আগে, দুপুর সাড়ে ১২টা থেকে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন মাদ্রাসা ও এলাকার মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভের সময় ক্ষিপ্ত জনতা কলেজ চত্বরে জানালার গ্লাস, ফুলের টব, ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।
অভিযুক্ত শিক্ষার্থী দাবী করেন, তিনি মোবাইল ব্যবহার করেন না এবং তার ফেসবুক আইডি দুই বছর আগে হ্যাক হয়েছিল। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।