মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে কলেজ শিক্ষার্থী সেনা হেফাজতে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ফরিদপুরে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে বিক্ষোভে উত্তাল জনতার মধ্যে সেনা হেফাজতে নেয়া হয় এক কলেজ শিক্ষার্থীকে।

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে কলেজ শিক্ষার্থী সেনা হেফাজতে
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে কলেজ শিক্ষার্থী সেনা হেফাজতে


ফরিদপুরের বোয়ালমারীতে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির অভিযোগ এনে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার দুপুরে বোয়ালমারী কাদিরদী ডিগ্রি কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় শিক্ষার্থীকে সেনা হেফাজতে নেওয়া হয়

এর আগে, দুপুর সাড়ে ১২টা থেকে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন মাদ্রাসা ও এলাকার মানুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভের সময় ক্ষিপ্ত জনতা কলেজ চত্বরে জানালার গ্লাস, ফুলের টব, ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।

অভিযুক্ত শিক্ষার্থী দাবী করেন, তিনি মোবাইল ব্যবহার করেন না এবং তার ফেসবুক আইডি দুই বছর আগে হ্যাক হয়েছিল। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top