হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে সড়কে অবৈধভাবে পার্কিং করে গাড়ি রেখে দুর্ভোগের সৃষ্টি করায় তিন সিএনজি চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ অক্টোবর) বিকালে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন চালককে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
জানা গেছে, বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবৈধভাবে সিএনজি পার্কিং করে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি করে আসছে।
এনিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বার বার উপজেলা প্রশাসনকে অবগত করলে জনস্বার্থে ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা সিএনজি চালকদের সতর্ক করেন এবং পরবর্তীতে সড়কে যানজট সৃষ্টি না করতে হুঁশিয়ারী দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।