গণভবনকে জাদুঘরে রূপান্তরের নির্দেশ প্রধান উপদেষ্টার

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: গণভবনকে গণঅভ্যুত্থানের স্মারক জাদুঘরে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গণভবনকে জাদুঘরে রূপান্তরের নির্দেশ প্রধান উপদেষ্টার
গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, জাদুঘর নির্মাণের জন্য বিশেষ নির্দেশনা


আওয়ামী লীগের শাসনকালকে প্রতীকীভাবে স্মরণীয় করে রাখতে গণভবনকে গণঅভ্যুত্থানের জাদুঘরে রূপান্তরের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার গণভবন পরিদর্শনকালে এই নির্দেশনা দেন তিনি। এই পরিদর্শনে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

৫ আগস্ট গণভবনের দেয়ালে বিক্ষোভকারীদের প্রতিবাদী গ্রাফিতি ও নোট এবং ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের প্রতীকী ধ্বংসাবশেষ পরিদর্শন করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এই জাদুঘরে আওয়ামী লীগের অপশাসন, নির্যাতন, এবং জনগণের সংগ্রামের ইতিহাসকে সংরক্ষণ করতে হবে। বন্দিশালার একটি রেপ্লিকা তৈরি করে সেখানে শেখ হাসিনার আমলে আটককৃত বিরোধী কর্মী ও ভিন্নমতাবলম্বীদের স্মৃতি স্থান পাবে বলে জানান তিনি।

অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের সঙ্গে জাদুঘর নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করতে জাদুঘর বিশেষজ্ঞদের পরামর্শ নিতে নির্দেশ দেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রস্তাব জমা দিতে বলেন তিনি। এই জাদুঘরটি হবে জনগণের সংগ্রামের স্মারক এবং স্বাধীনতার প্রতীক।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top