সেবা ডেস্ক: আইজিপি ময়নুল ইসলাম ঘোষণা দিয়েছেন, ছাত্রলীগ নিষিদ্ধ এবং তাদের যেকোনো কার্যকলাপে গ্রেফতার করা হবে। পুলিশ সংস্কার ও আস্থা ফিরিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
ছাত্রলীগ মিছিল করলেই গ্রেফতার: আইজিপি ময়নুল ইসলাম |
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম ঘোষণা দিয়েছেন যে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে ছাত্রলীগের নামে মিছিল করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ছাত্রলীগের কোনো কার্যকলাপ করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। শনিবার রংপুর জেলা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে এই বক্তব্য রাখেন তিনি।
আইজিপি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ও নানা অপরাধমূলক কাজ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের অনেকেই পুলিশে আসার পর বাহিনীর সংস্কৃতি ও সুনাম নষ্ট করেছে। এসব নেতাকর্মীর কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই সংস্কৃতির পরিবর্তন আনা জরুরি। পুলিশে রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করার প্রবণতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
আইজিপি ময়নুল ইসলাম আরও বলেন, ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং পুলিশের যেসব সদস্য এই আন্দোলনে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি জানান, ইতোমধ্যে ২১ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও আস্থা ফিরিয়ে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।
আইজিপি বলেন, “পুলিশ জনগণের বন্ধু হতে চায়” এবং মানুষের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি জনগণকে অনুরোধ করেন যাতে তারা পুলিশকে প্রতিপক্ষ হিসেবে না দেখে। পুলিশের গুটিকয়েক সদস্যের খারাপ কাজের জন্য পুরো বাহিনীকে দায়ী করা উচিত নয় বলে তিনি মনে করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।