আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবে সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক আনোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষনিধন, জ¦ালানি পুড়িয়ে বায়ু দূষণ, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে অস্বাভাবিক প্রাকৃতিক পরিবর্তন ও বিপর্যয় দেখা দিয়েছে।
পৃথিবীকে বাসযোগ্য রাখতে এখন থেকেই সবাইকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।