সেবা ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ বিষয়ে বিএনপি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি জানান হাসনাত আবদুল্লাহ।
বিএনপি এখনো রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি: হাসনাত |
বিএনপি এখনো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দলের কেন্দ্রীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি জানান।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতির অপসারণসহ সেকেন্ড রিপাবলিক গঠন এবং জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে রাষ্ট্রপতিকে অপসারণ করার একটি বিষয় সামনে এসেছে। গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। এই লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। বিএনপির সঙ্গে আলোচনা করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা, রাষ্ট্রপতির দ্রুততম অপসারণ, এবং জাতীয় ঐক্যের মাধ্যমে সরকার পরিচালনার বিষয় নিয়ে মতবিনিময় করেছি।
হাসনাত জানান, জামায়াতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছেন। ইসলামী আন্দোলনের নেতারাও নৈতিকতার জায়গা থেকে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে মত দিয়েছেন। এসব বিষয়ে বিএনপি তাদের বার্তা দলের ফোরামে আলোচনা করবে বলে জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মুখপাত্র উমামা ফাতেমা, শামান্থা শারমিন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।