হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকা ও তাদের সহযোগিতা করার লক্ষ্যে বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহŸায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহŸায়ক রফিকুল ইসলাম কারী, যুগ্ন আহŸায়ক নুর ইসলাম তোতা, যুগ্ন আহŸায়ক আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, যুগ্ন আহŸায়ক গোলাম রব্বানী, যুগ্ন আহŸায়ক মোতালেব সরকার, যুগ্ন আহŸায়ক আবদল হামিদ, পৌর বিএনপির আহŸায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, অধ্যাপক বজলুর রশিদ, পৌর বিএনপির নজরুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুর রহমান দুলাল সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির আহŸায়ক মানিক সওদাগর ও পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু মুসলিম সহ সকল ধর্মাবলম্বীদের নিয়ে আমরা কাঁেধ কাঁধ মিলিয়ে বসবাস করে আসছি।
শারদীয় দুর্গোৎসব উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।