সেবা ডেস্ক: ছাত্রলীগ নিষিদ্ধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীরা আন্দোলনের সফলতায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার ঘোষণা আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপাচার্যের বাসভবন থেকে শুরু হওয়া মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।
ছাত্রলীগ নিষিদ্ধের খবর শুনেই আন্দোলনকারীরা মিছিলে অংশ নিয়ে "ছাত্রলীগ নিষিদ্ধ হলো," "ছাত্রলীগ জঙ্গি/ খুনি হাসিনার সঙ্গী" এবং "ছাত্রলীগ গর্তে/ খুনি হাসিনা ভারতে" ইত্যাদি স্লোগান দেন। মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম সবাইকে অভিনন্দন জানান।
নুসরাত তাবাসসুম বলেন, "আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কলঙ্কমুক্ত হলো।" ছাত্রলীগের নিষিদ্ধ করার পদক্ষেপের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আমরা আজীবন এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকব।" তিনি অন্য ছাত্রসংগঠনগুলোকেও এই পদক্ষেপ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, এই সিদ্ধান্ত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গোটা দেশকে ছাত্রলীগের ভয়াবহতা থেকে মুক্তি দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ বলেন, "আজকে আমরা অনেক খুশি, কারণ ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে।" তিনি সারা দেশ থেকে ছাত্রলীগের সম্পূর্ণ নির্মূলের আহ্বান জানান।
হাসিব আল ইসলাম ছাত্রলীগের ইতিহাসের সমাপ্তি টেনে বলেন, "আজ খুনি হাসিনাও নেই, ছাত্রলীগও নেই। তারা রাজপথ থেকেই পালিয়েছে।" তিনি যোগ করেন, "২৪-এর বিপ্লব আমাদের দেখিয়েছে, মুজিববাদ দীর্ঘকাল ধরে আমাদের সত্য ইতিহাস থেকে বঞ্চিত করেছে, কিন্তু এখন আর তা সম্ভব হবে না।"
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।