সেবা ডেস্ক: ভারতের গোয়ালিয়রে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
লিটন দাস ৪ রানে ও পারভেজ হোসেন ইমন ৮ রান করে ফিরে যান সাজঘরে।
এরপর দ্রুততম সময়ের মধ্যে তাওহীদ হৃদয় (১২) ও মাহমুদউল্লাহ (১) ,জাকের আলী ৮ রান,রিশাদ হোসেন ১১ রান করে আউট হয়ে গেলে বিপদে পড়ে সফরকারীরা।
জাকের আলী দুর্দান্ত এক ছক্কায় ভালো কিছুর ইঙ্গিত দিলেও ৮ রানে বিদায় ঘটে তারও।
এ প্রতিবেদন লেখার সময় ১৫.১ ওভারশেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল১০২/৭।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।