হারুন উর রশিদ: জামালপুরের ইসলামপুর উপজেলার সাংবাদিক কুরবান আলীর মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে।
জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কুরবান আলীর মৃত্যুর খবর শুনে বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্য গভীর শোকাহত হয়েছেন।
কুরবান আলী ছিলেন ইসলামপুর উপজেলায় সক্রিয় একজন সাংবাদিক। তার মৃত্যুতে সাংবাদিক সমাজের একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মী হারিয়ে গেল। তিনি নিজের দায়িত্ব পালনে সবসময় নিষ্ঠাবান ছিলেন এবং সত্যের পক্ষে কণ্ঠস্বর তুলে ধরতেন।
বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিহত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।