ইসলামপুরে ডাসকো ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ডাসকো ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামপুরে ডাসকো ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা হল রুমে ইউএসএআইডি এর অর্থায়নে ব্র্যাকের অংশীদারিত্বের ভিত্তিতে ডাসকো ফাউন্ডেশন কমিউনিটি লিড ক্লাইমেট স্মার্ট ইনোভেশন টু এ্যাড্রেস ক্লাইম্যাট চেইঞ্জ ইমপ্যাক্টস উদ্যম এর সহযোগিতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 


এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। 


ব্র্যাক উদ্যম এর মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার শাহিনা ফেরদৌসের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আহমেদ ওমর ফারুক, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ মাহাবুবর রহমান,ডাসকো ফাউন্ডেশনের স্বাস্থ্য ও পরিবেশ পরিচালক নুরুননাহার,প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাকের সিনিয়র স্পেশালিস্ট  ডিআরআর হিমাংশু দেব দত্ত রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হক আকন্দ, ব্র্যাক উদ্যম এর প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্যরা।

উপজেলার ১২টি ইউনিয়নে ডাসকো ফাউন্ডেশন (উদ্যম) জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবেলা, কৃষি, স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উপকরণ বিতরণ করবে বলে আলোচনা হয়।  

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top