জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে কৃষক দলের সহসভাপতি আব্দুর মান্নানের উপর হামলার ঘটনায় একজন গ্রেপ্তারসহ থানায় মামলা দায়ের হয়েছে।
২৮ অক্টোবর বেলা ১০টার দিকে মালঞ্চ বাজারে আওয়ামী সমর্থিত কর্মীরা আব্দুল মান্নানের উপর হামলা চালিয়ে রক্তাক্তের খবরে ওই দিন সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল বের করে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানিয়েছেন, হামলার ঘটনায় আহত আব্দুল মান্নানের ছোট ভাই, জেলা যুবদলের সহসভাপতি মনোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শাহ আলম, নয়ারনগর ইউপি চেয়ারম্যান সফিউল আলম সাহাবুদ্দিনসহ ৩২জনকে আসামী করা হয়েছে। এসআই মাহবুবুর রহমান জানান-মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে বুরঙ্গা গ্রামের আ: সালামের ছেলে নবিনকেগ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে আব্দুল মান্নান বাদি হয়ে আড়াই শতাধিক আ’লীগ-অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়ের করেন। এই মামলায়ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামীদের কয়েকজন জামিনে আছেন। এ নিয়ে আ’লীগ-বিএনপি’র মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।