সেবা ডেস্ক: আজকের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনাল ও লিভারপুল মুখোমুখি হচ্ছে। এমিরেটস স্টেডিয়ামে শিরোপার রেসে প্রভাব ফেলতে পারে এ ম্যাচ।
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-লিভারপুল |
প্রিমিয়ার লিগে আজ (২৭ অক্টোবর) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও লিভারপুল। এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে এই উত্তেজনাপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষের মাঠ হলেও জয় তুলে নিতে চায় অলরেডরা, আর শিরোপার রেসে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখতে গানার্সরাও প্রস্তুত সর্বোচ্চ দিয়ে লড়াই করতে।
চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছে আর্সেনাল ও লিভারপুল। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিভারপুল টেবিলের শীর্ষস্থান ঘেঁষে রয়েছে, অন্যদিকে আর্সেনাল ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয়স্থানে। গেল মৌসুমেও শিরোপার দৌড়ে ছিল দুই দল, কিন্তু শেষ পর্যন্ত তাদের শিরোপা জয় সম্ভব হয়নি।
লিভারপুলের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে আর্সেনাল। শেষ ৫ ম্যাচের মধ্যে বেশির ভাগে গানার্সরা জয়ী হলেও এমিরেটসে লড়াইটা কখনোই সহজ হবে না। দুই দলের মধ্যে এ পর্যন্ত মোট ২৪২ ম্যাচে লিভারপুল ৯৫টি এবং আর্সেনাল জয় পেয়েছে ৮৩ ম্যাচে। তাছাড়া সবশেষ দেখায় আর্সেনাল ৩-১ ব্যবধানে লিভারপুলকে হারিয়েছিল।
আজকের ম্যাচটি প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে পার্থক্য গড়ে দিতে পারে। লিভারপুলের ফরোয়ার্ড লাইনে মোহাম্মদ সালাহ, ডারউইন নুনেজ এর মতো শক্তিশালী খেলোয়াড়রা থাকায় আর্সেনালের ডিফেন্সকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। অপরদিকে আর্সেনালের বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল জেসুসের দুর্দান্ত ফর্ম লিভারপুলের ডিফেন্সের জন্য বিপজ্জনক হতে পারে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।