সেবা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঢেউটিন, টিউবওয়েল, সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছে।
সেনাবাহিনীর মানবিক সহায়তা: বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন |
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় খাগড়াছড়ি সদর জোন থেকে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৩০ অক্টোবর) সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল সদর দফতরে এক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২২৫টি পরিবারে সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এই উদ্যোগের আওতায় পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে ঢেউটিন, টিউবওয়েল, সেলাই মেশিন, ছাগল এবং কৃষকদের জন্য বীজ ও সার বিতরণ করা হয়, যা পুনর্বাসন ও কৃষিতে ক্ষতি পূরণে সহায়ক হবে। সব মিলিয়ে এই সহায়তা উদ্যোগে খরচ হয়েছে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
খাগড়াছড়ি সদর জোনের এই মানবিক সহায়তা কর্মসূচি সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পুনর্বাসন ও স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করছে। সেনাবাহিনীর মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।