শফিকুল ইসলাম: স্মার্ট কার্ড বিতরণে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সাাধারণ মানুষের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে নির্বাচন অফিসের সাপোর্টিং গ্রুপের টেকনিশিয়ান মো.কল্লোল মিয়ার বিরুদ্ধে।
এ বিষয়ে গতকাল উপজেলা নির্বাচন অফিসারের নিকট অভিযোগ দেন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রজব আলী।
সোমবার (২৮ অক্টোবর) বিকালের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময়ে এঘটনাটি ঘটে।
জানা গেছে, নির্বাচন অফিসারের নির্ধারিত তারিখ অনুযায়ী যাদুরচর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু করেন। বিকালের দিকে রাজিবপুর উপজেলার ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা মো. রজব আলী তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে স্মার্ট কার্ড উত্তোলনের জন্য যান। তিনি যাদুরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নির্বাচন অফিসের সাপোর্ট গ্রæপের টিম লিডার টেকনিশিয়ান মো. কল্লোল মিয়া জাতীয় পরিচয়পত্রের মুল কার্ডটি দেখতে চান । এসময় জাতীয় পরিচয়পত্রে মুল কার্ডটি হারিয়েছে বলে জানান উপসহকারি ভূমি কর্মকর্তা রজব আলী। এ কথা বলার সাথে সাথে কল্লোল মিয়া রাগান্তিত হয়ে ওই ভূমি কর্মকর্তার ওপর উদ্দেশ্য করে অশালিন ভাষা ব্যবহার করেন। পরে ঘটনাটি মুহুর্তে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাচন অফিসার ঘটনাস্থলে যান এবং উপস্থিত সবাইকে শান্ত করেন। এছাড়াও সাধারণ মানুষের সাথেও অসদাচরণ করার একাধীক অভিযোগ রয়েছে কল্লোলের বিরুদ্ধে।
ইউনিয়ন উপসহকারি ভূমি কর্মকর্তা রজব আলী বলেন, আমার মুল কার্ডটি হারিয়ে গেছে। তাই কার্ডের ফটোকপি নিয়ে স্মার্ট কার্ড তুলতে গেলে ওই টেকনিশিয়ান আমার সাথে খারাপ আচরণ করেন।
উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক জানান, টেকনিশিয়ানের বিরুদ্ধে এর আগেও একাধীক অভিযোগ পেয়েছি। বিষয়গুলো জেলা নির্বাচন অফিসারকে অবগত করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।