যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুরে আটক ৪৫ জন অপরাধী

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: মোহাম্মদপুরের বছিলায় সন্ত্রাসী ও ডাকাতির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জন অপরাধী আটক, র‍্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান।

যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুরে আটক ৪৫ জন অপরাধী
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ডাকাত, ছিনতাইকারীসহ আটক ৪৫


রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার একটি সুপারশপে সংঘটিত ডাকাতির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে মূল আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে র‍্যাব-২ এবং সেনাবাহিনী যৌথভাবে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত ৫ জন এবং বাকি ৪০ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।


মোহাম্মদপুরের বছিলা হাউজিং এলাকার একটি মিনি সুপারশপে সম্প্রতি একটি চাঞ্চল্যকর ডাকাতি ঘটনা ঘটে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ডাকাত চাপাতি হাতে সুপারশপে ঢুকে দুজনকে জিম্মি করে ক্যাশ থেকে অর্থ লুট করে পালিয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, যার ফলে যৌথ বাহিনী এই এলাকায় বিশেষ অভিযান চালাতে বাধ্য হয়েছে।


স্থানীয় সূত্র মতে, সাম্প্রতিক বছরগুলোতে মোহাম্মদপুরে কিশোর অপরাধের হার বেড়েছে এবং সংঘবদ্ধ কিশোর গ্যাং সদস্যদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যৌথ অভিযানে ধরা পড়া ৪৫ জনের মধ্যে বেশ কিছু কিশোর অপরাধী রয়েছে, যারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।


র‍্যাব-২ এর এক বিবৃতিতে জানানো হয়েছে যে, এই বিশেষ অভিযানের উদ্দেশ্য শুধুমাত্র মোহাম্মদপুর এলাকায় বেড়ে ওঠা কিশোর অপরাধী গ্যাং ও ছিনতাইকারীদের ধরপাকড় করা নয়, বরং ঢাকা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। গ্রেপ্তারকৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top