সেবা ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে, নতুন করে ১১৯৭ জন ভর্তি হয়েছেন হাসপাতালে।
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৭ জন |
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,১৯৭ জন রোগী। এ নিয়ে ২০২৩ সালে মোট মৃত্যু হয়েছে ২৮০ জনের, এবং ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৮,১০৮ জন। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪২১ জন রোগী। ঢাকার বাইরে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রামে ১৪০ জন, খুলনায় ১৩৬ জন এবং ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ ৩১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া রংপুরে ২৬, রাজশাহীতে ৭১ ও সিলেটে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতির গতিপ্রকৃতি বিবেচনায়, জনসচেতনতা বাড়ানো, মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর (২০২২) ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের। চলতি বছরও সংক্রমণ ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদফতর বারবার মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার এবং নিজেদের আশেপাশের পরিবেশ পরিস্কার রাখা ও মশারি ব্যবহার করার পরামর্শ দিয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।