সেবা ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের ১৫ কোটি টাকার প্রকল্পে ১৪ কোটি টাকা পরামর্শক ব্যয়ে ব্যয় প্রস্তাবিত। পরিকল্পনা কমিশন এই ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে।
১৫ কোটি টাকার প্রকল্পে ১৪ কোটি টাকা পরামর্শক ব্যয়, প্রশ্ন তুলল পরিকল্পনা কমিশন |
বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ১৫ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে পরামর্শক খাতে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৩ কোটি ৯৫ লাখ টাকা। রেলওয়ে ট্রেনিং একাডেমি আধুনিকায়নের উদ্দেশ্যে নেওয়া এই প্রকল্পে এত বড় পরিমাণ অর্থ পরামর্শক ব্যয়ে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।
বাংলাদেশ রেলওয়ের দাবি, প্রকল্পটি বাস্তবায়নে ট্রেনিং ম্যানুয়াল, মডিউল উন্নয়ন, ডিজিটালাইজেশন এবং অবকাঠামো ডিজাইন তৈরির জন্য পরামর্শক নিয়োগ করা হবে। তবে কমিশনের কর্মকর্তারা উল্লেখ করেন, পরামর্শক ব্যয় সহ বিভিন্ন খাত পুনঃপর্যালোচনা করে যৌক্তিক ব্যয় নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
ডাবল কেবিন পিকআপের খাতে ৬০ লাখ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান প্রকল্পে যানবাহন কেনার যৌক্তিকতা না থাকায় এ খাতের ব্যয় প্রত্যাহারের পরামর্শ দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব কবির আহামদ বলেন, “আমরা প্রকল্পটির কিছু খরচকে অযৌক্তিক মনে করেছি, বিশেষ করে পরামর্শক খাতে এত বিশাল ব্যয়।”
রেলওয়ে একাডেমি আধুনিকায়নের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ লক্ষ্য
রেলওয়ের হালিশহর ট্রেনিং একাডেমি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন অবকাঠামো এখন অত্যন্ত জরাজীর্ণ। ৩৫ বছরের পুরানো এ কাঠামোটি বর্তমানে আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলে রেলওয়ে মাস্টারপ্ল্যানে একাডেমির উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিকল্পনা কমিশন উল্লেখ করেছে, প্রকল্পটির রাজস্ব এবং মূলধন খাতের খরচও যৌক্তিকভাবে পুনঃপর্যালোচনা করতে হবে। দেশি-বিদেশি পরামর্শক সংখ্যা এবং তাদের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে কমিশন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।