সেবা ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের’কৃত রাষ্ট্রদ্রোহ ও নাশকতাসহ ১১টি মামলা হাইকোর্ট বাতিল করেছে। আদালতে প্রমাণ হয়েছে, মামলা’গুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য’প্রণোদিত এবং হয়রানিমূলক।
খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ১১টি মামলা হাইকোর্টে বাতিল |
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ ও নাশকতাসহ ১১টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে’ছে হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনে’র ডিভিশন বেঞ্চ আজ বুধবার (৩০ অক্টোবর) শুনানি’র পর এই রায় দেন।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এবং আরও বেশ কয়েক’জন সিনিয়র আইনজীবী। তারা আদালতে যুক্তি উপস্থাপন করেন যে, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন এবং হয়রানিমূলক। তারা আদালতে প্রমাণ করে’ন যে, মামলাগুলোর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করতে হলে উপযুক্ত কর্তৃপক্ষে’র অনুমোদন প্রয়োজন ছিল, যা এই ক্ষেত্রে মানা হ’য়নি। নাশকতার অভিযোগে করা অন্যান্য মামলাগুলোও রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে বলে আদালতে দাবি করেন তারা।
রায়ের পর সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদে’র বলেন, "এগুলো ছিল মিথ্যা ও বানোয়াট মামলা। খালেদা জিয়ার বিরোধিতা ও হয়রানি’র উদ্দেশ্যে এইসব মামলা করা হয়েছিল, যা আজ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাতিল করা হলো।" ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে’র আদালতে গণঅভ্যুত্থানের প’র বিচারপ্রার্থীদের ন্যায়বিচারের সুযোগ উন্মুক্ত হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।