জামালপুর সংবাদদাতা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারিদের উপর সশস্ত্র হামলার ঘটনায় মোশারফ হোসেন (২৮)কে আটক করেছে র্যাব।
৭ অক্টোবর অভিযান চালিয়ে শেরপুরের কুসুমহাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোশারফ হোসেন কুসুমহাটি ঘিনাপাড়ার আব্দুল মোতালেবের ছেলে। জামালপুর র্যাব-১৪, সিপিসি-১ কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৪ আগস্ট বিকেলে শেরপুরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে।
এ ঘটনায় শেরপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযুক্ত মোশারফ হোসেনকে আটক শেষে থানায় সোপর্দ
করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।