সেবা ডেস্ক: জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশুশিল্পী শেহমান ইসলাম। ছোট বয়স থেকেই গান করে আসছে।
গানের প্রতি তার রয়েছে ভালোবাসা। এছাড়া সমাজ সেবামূল কাজের সাথে যুক্ত আছেন। সম্প্রতি বন্যার্থদের নিয়ে একটি গান করে ভাইরাল হন শেহমান।
‘বানের জলে ভাইসা গেলো আমার ভিটা মাটি’ গানটি করে দশ লক্ষ উপরে মানুষের মন জয় করে নেয়। গানটি ৬ হাজারেরও বেশি শেয়ার হয়।
শিশুদের নিয়ে সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান বিডি চাইল্ড ট্যালেন্ট ফেসবুক পেইজে গানটি ২৮ আগস্ট পোস্ট করা হয়। গানটি পোস্ট হয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে গানটি ছড়িয়ে পরে।
শেহমান ইসলাম বলেন, ‘গানটি আমার কাছে ভালো লেগেছিল, আমার আব্বু-আম্মু গানটি আমাকে করতে বলেন। আমি উনাদের কথা অনুযায়ী গানটি তুলি। পরে ভাইয়া গানটি ভিডিও করে বিডি চাইল্ড ট্যালেন্টে পোস্ট করেন।’
শেহমান ইসলাম ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেনিতে পরেন। শেহমান ২০২৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় হামদ-নাতে জাতীয় পুরস্কার পান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।