সেবা ডেস্ক: ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ বাজারগামী ২৫৫ নং লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় জামালপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহামুদ জানান, লোকাল ট্রেনটি বিকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজার স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে।
ট্রেনটি জামালপুর রেল স্টেশনের প্রবেশের পরই এর ইঞ্জিনে আগুন ধরে যায়।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ রবিউল ইসলাম আকন্দ জানান, ইঞ্জিনে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত রেল স্টেশনে ছুটে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
অতিরিক্ত গরমের কারনেই আগুন লাগার কারণ বলে জানান তিনি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।